May 14, 2025, 4:12 am
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নিপুণ রায় চৌধুরী কারামুক্ত

প্রতিবেদকের নাম 465
নিউজ আপঃ Tuesday, February 5, 2019

সোনাই নিউজ:টানা পঞ্চাশ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। এসময় নাইটিংগেল মোড় পার হওয়ার সময় বেবী নাজনীন ও নিপুণ রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বেবী নাজনিনকে ছেড়ে দিলেও পুলিশ নিপুণ রায় চৌধুরীকে আটক করে।

এর আগে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জনসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share