November 28, 2025, 7:37 am
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলতদিয়ায় দীর্ঘ যানজট,পাটুরিয়া ঘাটে উদ্ধার কাজ চলছে 

এ কে আজাদ রাজবাড়ীঃ 287
নিউজ আপঃ Wednesday, October 27, 2021

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের প্রবেশদার ক্ষেত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি পাটুরিয়া ৫ নং ঘাটে গিয়ে উল্টে যায়। এতে করে অপর (দৌলতদিয়া) প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমানত শাহ নামের ফেরিটি উল্টে যাওয়ার পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এছাড়া নদী পাড় হওয়ার অপেক্ষায় প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে দাঁড়িয়ে আছে কয়েক শত যাত্রীবাহী বাস।
একজন পরিবহন যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, প্রায় ৪ ঘণ্টা আগে আমরা ঘাট এলাকায় এসেছি। এখন বসে আছি। কখন ফেরিতে উঠতে পারব জানি না।গাড়ির মধ্যে প্রচুর গরম, ছেলে মেয়ে নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ আগে শুনতে পেলাম পাটুরিয়া ঘাটে নাকি একটি ফেরি উল্টে গেছে।
একজন ট্রাক চালকের সাথে কথা হলে তিনি বলেন, এমনিতেই আমাদের ঘাটে আসলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকতে হয় পার হতে। তারপর আবার শুনলাম পাটুরিয়া ঘাটে একটি ফেরি কাত হয়ে গেছে। জানি না কখন আমরা ফেরিতে উঠতে পারবো।
বিআইডাব্লিউটিসি কর্মকর্তা  জানান, পাটুরিয়ার ৫ নম্বর  ঘাট কখন সচল হবে তা ঠিক ভাবে বলা যাচ্ছে না। যতক্ষণ ঘাট চালু না হবে ততোক্ষণ পর্যন্ত এই পাশে যানবাহনের জট থাকবে।
উল্লেখ্য, বুধবার সকাল ১০টা ১০/১৫ মিনিটে দিকে কিছু সংখ্যক পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ও ৫/৭ টি মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় রো রো ফেরি আমানত শাহ।
তবে ওই ফেরি ঘাটে পৌছানোর আগেই ফেরির নিচের দিকের একটি অংশ ভেঙ্গে পানি প্রবেশ করতে থাকে। এসময় তড়িঘড়ি করে ৫ নং ফেরি ঘাটে আসলে ৩ থেকে ৪ টি পণ্যবাহী ট্রাক নামতে পারলেও বাকি গাড়ি নিয়ে ফেরিটি উল্টে যায়।
এই নিউজ লেখা অব্দি, পানির নিচ থেকে এখন পর্যন্ত পাঁচটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে। শেষ গাড়ী ও যাত্রী উদ্ধার না হওয়া পর্যন্ত উৎদ্ধার তৎপরতা চলবে বলে জানিয়েছেন আরিচা ফেরি স্টেশনের পরিদর্শক মুজিবুর রহমান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share