রাসেল-কাহালু উপজেলা প্রতিনিধি(বগুড়া): বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়া কোভিড-১৯ এখন সবার আতঙ্কের নাম।
এই আতঙ্ক থেকে বাদ পড়ছেনা বৃদ্ধ,শিশু,মুসলিম কিংবা হিন্দু।
বাংলাদেশে এখন সবার আতংক এই কোভিড-১৯। ঢাকার পর পরই বগুড়াকে এর হটস্পট হিসাবে ধরে নেওয়া হচ্ছে।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত করা হয়েছে ১১৬ জনকে।
যার মধ্যো শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হতে ১৮৮ জনের পরিক্ষায় ৬২ জন শনাক্ত হয়েছে এবং টিএমএসএস এর ১৫৬ জনের মধ্যো ৫৪ জন শনাক্ত হয়েছে।
এদের মধ্যো ৭৮ জন পুরুষ এবং ৩৪ জন নারী ও ৪ জন শিশুও রয়েছে।
গত ২ মাস ১৮ দিনে মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১০,৯৮০ জনের।যার মধ্যো মোট শনাক্ত হয়েছে ১৮১৮ জন।
এ পর্যন্ত বগুড়ায় মোট সুস্থ ১৭৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ২৬ জন।
শতাংশের হিসাবে গত ২ মাস ১৮ দিনে করোনায় আক্রান্তের হার ১৬.৫৫%
মোট সুস্থতার হার ৯.৫১% এবং মৃত্যুর হার ১.৪৩%
ডা. মোস্তাফিজুর রহমান,ডেপুটি সিভিল সার্জন বগুড়া,করোনা আক্রান্তের দৈনিক তথ্য তার কার্যালয়ে প্রকাশ করেছেন।যদিও দিনের পর দিন পুলিশি বাধা থাকা সত্বেও দোকানিরা চুপে চাপে দোকান খুলে রাখছে বগুড়া জেলার বিভিন্ন যায়গায়।
বগুড়ায় করোনার হার দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামিতে বগুড়া বাসির অনেক বেগ পোহাতে হতে পারে।