নিজস্ব প্রতিবেদক:- মিটফোর্ড সহ ঢাকা শহরে অনেক এলাকায় ঔষধের দোকান গুলিতে ডেক্সামেথাসন ট্যাবলেট মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীরা করোনা আক্রান্ত রোগীদের ডেক্সামেথাসন ট্যাবলেটের প্রয়োগে আশাতীত সাফল্যের খবর দেওয়ার পর এমন আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে স্টেরয়েড হিসেবে আগে থেকেই তথা কথিত হারবাল রুচি বর্ধক ঔষধ ও গরু মোটাতাজাকরণ ঔষধ তৈরিতে এর ব্যবহার অনেকেরই জানা। ডেক্সামেথাসন এর প্রয়োগ করে ইউরোপীয় দেশগুলোতে সাফল্য আসলেও আমাদের দেশে এর বিপরীত ফলাফল আসতে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মত।