রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাওয়া নবীনগর বাইপেল গামী বাস গুলো রাতে নিরাপত্তাহীনতায় নিয়ে চলাচল করে।রাত ১০ টার পর থেকে ড্রাইভারদের মনে আতঙ্ক কাজ করতে থাকে।ড্রাইভার যাত্রী তাদের আতঙ্কের প্রধান ডাকাত বাহিনী,আর এ ডাকাত বাহিনীর প্রধান নির্মল দেবনাথ বাহিনী।নির্মল দেবনাথ ও তার বাহিনী নিয়ে রাতে শুরু করে বাস থামিয়ে ডাকাতি।নির্মল দেবনাথ বাহিনী চলাচলের জন্য ব্যবহার করে ৮ থেকে ১০ টি মোটরসাইকেল।রাস্তায় বাস থামিয়ে ডাকাতি করে বাস মালিক ড্রাইভার হেলপার ও যাত্রীগণ করে সর্বশান্ত করাই নির্মল দেবনাথ বাহিনী প্রধান কাজ।
রাতে গাড়িতে যাত্রী কম থাকায় অস্ত্রের মুখে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম বিক্রি করে নির্মল দেবনাথ বাহিনী তাদের ডাকাতি করে যাচ্ছে।আলী নূর পরিবহনের মালিক কাওসারের পক্ষে সাইফুল ইসলাম বাবুল তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগে বাবুল বলেন,গত ৩/৪ মাস আগে রায়হান,নির্মল দেবনাথ চন্দ্র দাস সহ ৭/৮ জন প্রতি গাড়ি বাবদ ৪ হজার টাকা দাবী করে।মালিক পক্ষ টাকা দিতে অস্বীকার করায় বাবুল ও তার লোক জনের কাছে তাদের ব্যবহিত মোবাইল ফোন চিনিয়ে নিয়ে যায়।তার পর থেকে শুরু হয় ডাকাতির ঘঠনা,একের পর এক ডাকাতি করেই যাচ্ছে।গত ৫-৫-২৩ ইং তারিখে কালু মিয়া বাসষ্টান থেকে উঠে ইষ্ট ওয়েষ্ট মেডিক্যাল পর্যন্ত গাড়িতে উঠে ড্রাইভার হেলপারের মোবাইল নিয়ে যায় রায়হান নির্মল দেবনাথ ও আরও ৪/৫ জন।
নির্মল দেবনাথ বাহিনীর হাতে এ পর্যন্ত নিঃস্ব হয়েছেন অনেক পরিবার,তাসের শন্য অলংকার সহ টাকা পয়সা সব কিছু হারিয়েছে।নির্মল দেবনাথ বাহিনী এ পর্যন্ত আশুলিয়া রোডে ডাকাতি করে আলী নূর পরিবহন থেকে ৪/৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।প্রতিবেদকের সাথে কথা বলেন কাওসার,তিনি বলেন,আমরা পরিবহন মালিক এখন রায়হান,নির্মল দেবনাথ কাছে জিম্মি।আমরা প্রশাসনের সু-দূষ্টি কামনা করছি।