আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ, এই দশ দিন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি -ইনোভেটর্স উইন্ডো আয়োজিত “দশ দিবস”কুইজ পোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানায় জবি রিপোর্টার্স ইউনিটি- ইনোভেটর্স উইন্ডো।
অংশগ্রহণ করতে এখনই রেজিস্ট্রেশন করতে পারেন আপনিও। সকলের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে।
ক্লাস অনুযায়ী গ্রুপ ডিভিশন:
১.ক্লাস( প্লে – তৃতীয়) ২.ক্লাস( চতুর্থ – অষ্টম) ৩.ক্লাস(নবম- দ্বাদশ) ৪.অনার্স/সমপর্যায়(১ম বর্ষ-মাস্টার্স) ৫.সাধারণ( যে কোনো বয়স)
রেজিষ্ট্রেশন এর নিয়ম: গুগল ফর্ম পূরণ (নিন্মোক্ত লিংক এ সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে) প্রতিযোগীতায় অংশগ্রহণের শর্ত:
শর্তঃ১ অবশ্যই নিজস্ব গ্রুপে বয়স সীমা মেনে অংশ নিবে শর্তঃ২ জাতীয় বা সামাজিক অবমামনাকর কোনো কাজ করা যাবে না প্রতিযোগীতায় যা যা থাকছে: ১.রোজ ১০ টি প্রশ্ন উত্তর পর্ব (প্রশ্ন Innovators Window গ্রুপে রাত ১২ টায় সাবমিট করা হবে) উত্তর অবশ্যই ইমেইল এ পাঠাতে হবে(যা প্রশ্নে দেওয়া থাকব) ২.১ টি প্রজেক্ট থাকবে যা সম্পূর্ণ করতে মোট ০৮ দিন সময় দেওয়া হবে (প্রজেক্ট এর ফলাফল মেইল এ পাঠাতে হবে)।
পুরষ্কার সমূহ: ১.পাঁচটি গ্রুপের ১০ জন করে বিজয়ী মোট ৫০ জনকে আকর্ষণীয় পুরষ্কার পাঠানো হবে কুরিয়ারের মাধ্যমে ২.রেজিষ্ট্রেশন নাম্বার এর মাধ্যমে রাফেল ড্র বিজয়ী ১০ জন পাবে আরো ১০ টি পুরষ্কার ৩.সকল অংশগ্রহণকারী পাবে অংশগ্রনের সনদপত্র( অনলাইন কপি)।
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://surveyheart.com/form/604e33381b8c963129651cb3
গ্রুপ লিংকঃ
১.https://www.facebook.com/groups/JnURU/?ref=share ২.https://www.facebook.com/groups/597121341109014/?ref=share
পেইজ লিংকঃ
১.https://www.facebook.com/JnUReportersUnity/ ২.https://www.facebook.com/InnovatorsWindow2020/