সোহেল রানা, সাভার প্রতিনিধি : বন্যা কবলিত এলাকায় ঘরবন্দী মানুষের খোজ খবর ও তাদের মাঝে শুকনো খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে ছাত্রলীগ ।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নির্দেশে এসব শুকনো খাবার সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ধামরাই উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীরা ।
সোমবার (২০ জুলাই) দুপুরে এসব শুকনো খাবার সহায়তা পৌঁছে দেওয়া হয় । খাদ্য তালিকায় ছিল আটা, সুজি, চিড়া, চিনি বিস্কুট ও সাবান ।
ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরু গ্রামে ঘরবন্দি প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয় ।
ছাত্রলীগকর্মী সীমান্ত আজম জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম এর নির্দেশনায় ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তমাল হোসেন ও সাবেক যুগ্ন আহবায়ক আশিক, ছাত্রলীগ কর্মী রাসেল হোসেন রাজা সহ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আসিফ খান প্রমুখ ঘরবন্দী পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেন ।
ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় আমি সহ আমার সহযোদ্ধা ছাত্রলীগ কর্মীরা বন্যায় কবলিত যাদবপুর ইউনিয়নের গরু গ্রামে প্রায় শতাধিক পরিবারে শুকনো খাবার পৌঁছে দিয়েছি এবং প্রত্যেকের খোঁজখবর নিয়েছি। যতদিন এই পরিস্থিতি থাকবে আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখব ।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বন্যা কবলিত এলাকার ঘরবন্দী মানুষের খোঁজখবর ও শুকনো খাবার পৌঁছে দেওয়ায় হাবিবুর রহমান হাবিব ও তার সহযোদ্ধাদের ধন্যবাদ জানান ।
সাইদুল ইসলাম আরও জানান, সারাদেশের যেসব জেলা-উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন বন্যা দুর্গতদের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।।
এই বিভাগের আরও খবর....