আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী কতৃক ঘোড়াঘাট পৌরসভার মেয়রকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহঃপতিবার (১৩ মে) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার কনফারেন্স রুমে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতারের খাবার বিতরণের সময় যুবলীগের নামধারী কয়েকজন সন্ত্রাসী কতৃক অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের শিকারের বিস্তারিত জানিয়েছেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। এ সময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
একইদিন পৌরসভা চত্তরের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন। মানবন্ধন থেকে ঘোড়াঘাট পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সরকার লিখন বলেন, একজন জনপ্রতিনিধির উপর হামলা মানে সারা দেশের জনপ্রতিনিধের উপর হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে আগামীতে আর কোন সন্ত্রাসী কোন জনপ্রতিনিধির উপর হামলা করার সাহস না পায়। এছাড়াও পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র আঃ কাদের বলেন, জনপ্রতিনিধিদের উপর হামলা মানে এলাকার প্রতিটা জনগণের উপর হামলা। আমরা এই মানববন্ধন থেকে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।