December 28, 2025, 12:38 am
Logo
শিরোনামঃ
গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি 2
নিউজ আপঃ Saturday, December 27, 2025
গোল্ডেন ব্যাচ–’৯৭ বাতশিরি উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি

বাতশিরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পূণর্মিলনী ও সম্মানিত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বাতশিরি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব চন্দ্র মজুমদার ও মর্তুজা আলী ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন কাজী আবদুল্লা আল আমিন বাবলু।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানবির আহসান হামিম এবং গীতা পাঠ করেন জয়শ্রী মজুমদার প্রত্যাশা।

এ সময় স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন, আহছান উল্যাহ, স্বপন মাহমুদ, জাহাঙ্গীর আলম, নুরনবী সোহাগ ও রাশেদা আক্তার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং পরে প্রাক্তন শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বন্ধুদের স্ত্রী ও বান্ধবীদের অংশগ্রহণে ফিলো থ্রো, শিশুদের বল নিক্ষেপ খেলা, বন্ধু ও বান্ধবীদের স্বামীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে।
বক্তারা বলেন, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share