সাভার থেকে নিজস্ব প্রতিবেদক, সোহেল রানা:-
চলতি মৌসুমের আমন ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে ।
ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে ।
এঅবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ । কেন্দ্রীয় নির্দেশে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা ।
রবিবার ( ৩ মে ) পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (চঞ্চল) এর তত্ত্বাবধানে পুরো ইউনিটের ছাত্রলীগ কর্মীরা সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের মনোহর এলাকায় দিনভর জুলহাস আলম নামের এক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেয় ।
জানতে চাইলে কৃষক জুলহাস আলম জানান,শ্রমিক সঙ্কটের কারণে ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলাম না । পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা চঞ্চলকে এমন করুণ অবস্থার কথা জানাই । পরে তিনিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে এসে ধান কেটে দেয় । আমার অনুরোধে মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমার বাড়িতে পৌঁছে দেয় । এতে আমি স্বস্তি পেলাম ।
এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চঞ্চল জানান, করোনা মহামারীর এই সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ । এতে সারাদেশে কৃষকের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের ইউনিট নিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ।
তিনি আরও জানান, আজ কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি । যতদিন এই সংকট থাকবে ততদিন এই কাজ অব্যাহত রাখব ।