মুজিব শর্তবষ ও বাংলাদেশের ৫০ বছর সূর্বণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ভলিবল টুর্ণামেন্ট। বৃহস্পতিবার বিকেল চার টায় পৌর শহরের থানা সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রারিবুল আহসান। উপজেলা প্রশাসনের সহযোগীতায় কলাপাড়া ভলিবল খেলোয়ার কর্তক এ ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো. হুমায়ন কবির সহ আরো অনেকে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কলাপাড়া ভলিবল খেলোয়ার কর্তক এ টুর্নামেন্ট আয়োজন করে। এত মোট তিন দল অংশগ্রহন করবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে বাজার একাদশ ও স্বপ্ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ভলিবল টুর্নামেন্ট খোলা উপভোগ করতে মাঠের চার পাশে উৎসুক ভলিবল প্রেমিরাও কমতি ছিলনা।