মুজিব শতবর্ষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সমবায় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সদস্যদের মধ্যে ফলজ চারা রোপন এবং চারা বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় পৌর শহরের এতিমখানায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব সম্পত্তিতে বিভিন্ন ধরনের ফলজ চারা রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মান্নান লোটাস। চারা রোপণ এবং সদস্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ।
এসময় সমিতির সভাপতি প্রভাষক মো.নকিব উদ্দিনের উপস্থিত ছিলেন সরকারি খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, কালব জেলা ব্যাবস্থাপক মো.শাহিনুল হাসান, পটুয়াখালী সদর উপজেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো.নুরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওহাব, কোষাধ্যক্ষ আবুল বাসার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, সমিতির উপজেলা ব্যাবস্থাপক, মো.আল আমিন এবং উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন ধরনের ফলজ,বনজ গাছ রোপণ করেন এবং সদস্যদের মধ্যে উন্নত জাতের আম, কমলা, লেবু এবং থাই পেয়ারা চারা বিতরণ করা হয়।