January 14, 2026, 8:00 am
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় কঠোর লকডাউন পালনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: ২১জনকে অর্থদন্ড

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 241
নিউজ আপঃ Thursday, July 1, 2021

করোনা সংক্রমন বিস্তার রোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে কঠোর লকডাউন। প্রথম দিনই বন্ধ রয়েছে উপজেলা শহরের সকল ধরনের দোকানপাট ও ইঞ্জিনচালিত যানবাহন। প্রশাসনের ব্যাপক তৎপরতা ছিলো চোখে পরার মত। বিনা কারনে ঘরের বাইরে বের হলেই করা হচ্ছে জরিমানা আদায়।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের একটি দোকান খোলা রাখায় দায়ে ১ হাজার টাকা এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় আরও চারজনকে ২৩’শ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। এদিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১৭ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে ১৭ হাজার ৭৩০ জরিমান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল বলেন, লকডাউনের মধ্যে লোকজন আইন অমান্য করায় তাদের এ অর্থদন্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, করোনা পরিস্থিতিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কলাপাড়া ও মহিপুর দুই প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়রম্যান, বাজার, খেয়াঘাট ইজারাদার ও কলাপাড়া ইমাম সমিতির সাথে আলোচনা করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক কঠোর  এ পদক্ষেপকে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share