রাজবাড়ী জেলায় প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সামর্থ্য বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই বাড়ছে শনাক্তকৃত রোগীর সংখ্যা। আজ(সোমবার)০৫/০৭/২০২১ ইং রাজবাড়ী সিভিল সার্জন এর তথ্যমতে এ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয় ৮৫ জন (Rapid Antigen Test – ৮৫ জন ) । পরীক্ষার স্থানসমূহ : রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
নমুনা সংগ্রহের তারিখ : ০৫.০৭.২০২১পরীক্ষিত নমুনা পরীক্ষা করা হয় ২১৫ টি, পজিটিভ হয় ৮৫ জন, সদর উপজেলা : ২৯ জন, গোয়ালন্দ উপজেলা : ২৬ জন, পাংশা উপজেলা : ১১ জন ,কালুখালী উপজেলা : ০৫ জন, বালিয়াকান্দি উপজেলা : ১৪ জন।
মোট পজিটিভ রোগী শনাক্তঃ ৫৭০৫ জন।, (রাজবাড়ী, সদর উপজেলা : ৩১৪৮ জন, পাংশা উপজেলা : ১১৪০ জন, কালুখালী উপজেলা : ৩৪৫ জন, বালিয়াকান্দি উপজেলা : ৪২৪ জন, গোয়ালন্দ উপজেলা : ৬৪৮ জন।
মোট সুস্থঃ ৪৪৭০ জন, (রাজবাড়ী সদর উপজেলা : ২৫১২ জন, পাংশা উপজেলা : ৯২৭ জন, কালুখালী উপজেলা : ২৮০ জন, বালিয়াকান্দি উপজেলা : ৩৪৯ জন, গোয়ালন্দ উপজেলা : ৪০২ জন ।
মোট মৃতঃ ৪৫ জন, (রাজবাড়ী সদর উপজেলা : ২৫ জন, পাংশা উপজেলা : ১৩ জন, কালুখালী উপজেলা : ০৩ জন, বালিয়াকান্দি উপজেলা : ০২ জন, গোয়ালন্দ উপজেলা : ০২ জন ।
মোট আইসোলেশনে চিকিৎসারত আছে ১১২৭ জন ,রাজবাড়ী সদর উপজেলা : ৫৯০ জন, পাংশা উপজেলা : ১৮৪ জন, কালুখালী উপজেলা : ৫৩ জন, বালিয়াকান্দি উপজেলা : ৬৫ জন, গোয়ালন্দ উপজেলা : ২৩৫ জন ।
মোট হাসপাতালে ভর্তি আছেন – ৬৩ জন, সদর হাসপাতাল : ২১ জন,, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১৬ জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০৯ জন , বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০৮ জন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০৯ জন।