সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন রানার দ্বিতীয় পুত্র মোঃ তাহসান মাহমুদ চৌধুরী চলতি বছরে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসিতে) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।
ঢাকা বোর্ডের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন,তার প্রাপ্ত নাম্বার ১২৬১।
গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে তাহসান মাহমুদ চৌধুরী বলেন, বাবা-মা, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই রেজাল্ট করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই, এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী।
দেশের সকল ছাত্র ছাত্রী কে বলবো ভালোভাবে লেখাপড়া করার জন্য এবং সকল পিতা-মাতা চান তাদের সন্তানেরা ভালো রেজাল্ট করবে এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে একদিন, এটাই প্রতিটা বাবা মায়ের প্রত্যাশা করে, তবে লেখা পড়ার পাশাপাশি একজন ভালো মানুষের মত মানুষ হতে হবে।