December 16, 2025, 4:39 pm
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এক্স-ক্যাপ-এর নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক সাদবী

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 102
নিউজ আপঃ Thursday, May 29, 2025

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি।

২৩ মে, ২০২৫ ইং (শুক্রবার) সন্ধ্যায় সাভারের জিলিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এক্স-স্টুডেন্টস অ্যালামনাই এসোসিয়েশন অফ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নতুন কমিটির ঘোষণা দেন সংগঠনের সাবেক সভাপতি জনাব শামীম এজাজ এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব ফাহিম দাদ খান রূপক। ১৮ জন উপদেষ্টা ও ৮৫ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটির সভাপতি হয়েছেন এসএসসি ২০১০ ব্যাচের এ. ম. আশরাফ উদ্দীন পূষণ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের সাদবী বিন মোর্শেদ। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা কর্নেল আবু নাসের তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রেজওয়ান চৌধুরী প্রমুখ উপদেষ্টাবৃন্দ, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষার্থী।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রবিন (এসএসসি ২০১০), আবীর হাসান খান পলাশ (এসএসসি ২০১০), সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তানভীর (এসএসসি ২০১১), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ আব্দুল আলীম খান (এসএসসি ২০১১), সাংগঠনিক সম্পাদক মো: জিহাদুল আলম জিহাদ (২০১৩) কোষাধ্যক্ষ ও অর্থ সম্পাদক মুশফিক উস সালেহীন অর্পণ (২০১৬), গণযোগাযোগ সম্পাদক ফেরদাউস আল ইমরান (২০১২), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবু (২০১৩), সাংস্কৃতিক সম্পাদক এথেনা দাশ(২০১৩), অনলাইন ও সামাজিক মাধ্যমবিষয়ক সম্পাদক সালমান সাকিব জিসান (২০১৪), প্রচার সম্পাদক ও সমন্বয়ক হাসিবুল হাসান ইমু (২০১৫), খেলাধুলা বিষয়ক সম্পাদক রাআদ তামীম খান (২০১৬), প্রকাশণা সম্পাদক ফাতিন অনজুম নিবিড় (এসএসসি ২০১৬) ও ছাত্র ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সৈয়দ মুসাভভির হোসেন দিগন্ত (২০১৯)।

বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। বিদায়ী সাধারণ সম্পাদক ফাহিম দাদ খান রূপক তাঁর বক্তব্যে নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন — “সারাবিশ্বে এক্স-ক্যাপের সদস্যগণ একটি পরিবারের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে যার মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।” উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কর্নেল আবু নাসের তালুকদার এক্স-ক্যাপের বিদায়ী কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবগঠিত কমিটিকে উদ্দেশ্য করে বলেন, “বিগত কমিটি এক্স-ক্যাপকে এতটা সাফল্যমণ্ডিত করেছে যে আগামী কমিটির কার্যক্রম তুলনামূলক কঠিন ও চ্যালেঞ্জিং হবে।” এছাড়াও তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উক্ত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এক্স-ক্যাপ-এর নতুন নেতৃত্বকে ঘিরে সদস্যদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান-প্রাক্তন সকলকে সাথে নিয়ে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণে এক্স-ক্যাপ আরও অগ্রণী ভূমিকা রাখবে। এব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল সময়ে সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কোন্নয়নের মাধ্যমে এক্স-ক্যাপ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share