সোনাই নিউজ:রাখাল দে, একজন মফঃসল সাংবাদিক,বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রান। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তৃনমূল আওয়ামীলীগের ত্যাগী নেতা। এক কথায় সহজ সরল লোক। তার নিজের কোন জায়গা নেই।বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে নিজ তলায় ৪৬ নং রুমে আছে। তিনি রক্ত,প্রস্রাব, কিডনি রোগে ভূগছেন।তার ব্যপারে এলাকার তৃণমূল নেতাকর্মীরাবলেন, আমাদের দেশে বিত্তবানরা চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য সহযোগীতা পেয়ে থাকে। কিন্তু রাখালদা জীবন যৌবন সব কিছু উজার করে দিয়েছেন শুধুু আওয়ামীলীগ করে। সুদীর্ঘ সময় ধরে আওয়ামীলীগ ক্ষমতায়। দল যখন ক্ষমতায় থাকে তখন রাখাল দে র মত ত্যাগী কর্মীদের কোন খোজ খবর তাকে না। দল যখন ক্ষমতায় থাকেনা তখন এসব কর্মীদের মূল্যায়ন তাকে। রাজপথে থাকতে হলে তাদের মত কর্মীদের প্রয়োজন। পার্টির প্রয়োজনে একজন নিবেদিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে বাচিয়ে রাখতে আওয়ামীলীগকে এগিয়ে আসতে হবে। রাখালদে র মত গরীব নিবেদিত কর্মী সোহরাওয়ার্দী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে বিনা চিকিৎসায় পড়ে থাকবে কেন? তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনাকে রাখাল দে চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।এ ছাড়া কেউ তার সাথে যোগাযোগ বা সাহায্য করতে চাইলে ০১৭২৯৬৫০০৫৬এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।