চীনের পরিসংখ্যান ভিত্তিক ব্যুরো গ্লোব টাইমস এ বছর সেরা আইকন নির্বাচিত করেছেন হুনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চীনে অধ্যয়নরত তরুণ মেধাবী ছাত্র মোস্তাফিজুর রহমানকে।
বৈশ্বিক মহামারী করোনা সময়কালীন মানুষের মাঝে সামাজিক সচেতনতাবোধ এবং দায়িত্বশীলতার নিরিখে তারা এ পদে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন। এক মেইল বার্তায় সংস্থাটির জেনারেল সেক্রেটারি মি. লিও উহাও এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন,আমরা বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের উপর সামাজিক জরিপে করি। এতে প্রায় ছয়শতেও অধিক তরুণদের সামাজিক অবস্থান,করোনাকালীন সময়ে নৈতিকতাবোধ,জনসচেতনতা তৈরী এবং সামাজিক প্লাটফর্মের অবদানের ভিত্তিতে চুড়ান্তভাবে দশজনকে বাচাই শেষে বাংলাদেশি এই তরুণকে মনোনীত করেন।
উল্লেখ্য মোস্তাফিজুর রসমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন রাজিবপুর ইউনিয়নের মজিবুর রহমান ফকিরের কনিষ্ঠ সন্তান। ২০১৮ সালে ইঞ্জিনিয়ারিং এর উপর উচ্চ শিক্ষা নিতে চীনে পাড়ি জমান। মহামারী করোনার শুরুর দিকে নিজ দেশে ফিরে আসেন এবং নিজ দেশের মানুষের করোনার ভয়াবহতা এবং করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরীতে অবদান রাখেন। তাছাড়াও ডিজিটাল প্লাটফর্ম মুক্তবাণী নামক আর্ত মানবতার সেবামূলক সংগঠনে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বশীল আচরণ করেন।এ ব্যাপারে তরুণ মোস্তাফিজ বলেন, আল্লাহ্ পাকের অশেষ কৃপায় এসব সম্ভবপর হয়েছে,চারপাশের বন্ধুসকল ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন আমাকে দারুমভাবে সহযোগিতা, অনুপ্রেরণা ও সাহস যুগিয়ে,তাদের কাছে আমি কৃতজ্ঞ ও দায়বদ্ধ,আল্লাহ পাক যেন আমায় কবুল করেন। প্রতিবছরই প্লোব টাইমস হিউমিনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এ পুরষ্কারে মনোনীত করেন যেন উঠতি তরুণদের মানবসত্তায় উৎসাহ প্রদান করে।
এই বিভাগের আরও খবর....