January 22, 2026, 11:52 am
Logo
শিরোনামঃ
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইমাম নিবন্ধন শুরু করবে ইউরোপ?

অলটাইম নিউজ ডেক্স 406
নিউজ আপঃ Monday, January 4, 2021
নতুন বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া

নতুন বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া৷ একই উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নকেও আহ্বান জানিয়েছে দেশটি

গত নভেম্বরে ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়ার সরকার৷ তার একটি ছিল ইমাম নিবন্ধন৷ ২০২১ সাল থেকেই সেটি কার্যকর হয়েছে৷ সে অনুযায়ী দেশটির সমস্ত ইমামদের সরকারিভাবে এখন নিবন্ধিত হবে৷

ইউরোপীয় ইউনিয়নও যাতে একই উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া৷ শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ইউরোপীয় বিষয়ক মন্ত্রী ক্যরোলিন এডস্টাডলার বলেন, রাজনৈতিক ইসলাম মোকাবিলায় ইমাম নিবন্ধন জরুরি৷ ‘‘বেশিরভাগ ইমামরা বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে আসেন, কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালাচ্ছেন,’’ বলেন চ্যান্সেলর সেবাস্টিয়ার কুর্ৎস এর রক্ষণশীল দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এই সদস্য৷

তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোন ‘ইসলামিস্ট’ ও ইহুদি বিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত৷ এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে৷

তার মতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইইউভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় আরো উন্নত হওয়া উচিত৷ গত কয়েকমাসে অস্ট্রিয়ার ভিয়েনা এবং ফ্রান্সের প্যারিস ও নিসে হামলার পর ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা নতুন করে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেছেন৷

ইমাম নিবন্ধন ছাড়াও অস্ট্রিয়া বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে৷ এর মধ্যে উগ্র ডানপন্থী দল অস্ট্রিয়ান আইডেন্টিটারিয়ান মুভমেন্ট এর মতো চরমপন্থী সংগঠন এবং ‘ইসলামিস্ট’ গোষ্ঠীগুলোর প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ ‘ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত উগ্র সংগঠনগুলোর’ অপরাধ অন্তর্ভুক্ত করে পরিবর্তন আনা হয়েছে আইনেও৷


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share