স্টাফ রিপোর্টার:
সাভার আশুলিয়ার জনপ্রিয় সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান কে কটুক্তিকারী বিতর্কিত ব্যবসায়ী রাজু আহমেদ এর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে । (জিডি নং- ২০৭৩)
মঙ্গলবার (২৫ আগষ্ট) সাংবাদিক মোঃ আল মামুন খান এই জিডি করেন।
আশুলিয়া থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের মীরের চানগাঁও এলাকার মোঃ শহিদুল ইসলাম এর ছেলে বিতর্কিত ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৩৫) আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবর ও স্থানীয় সাংসদ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির নামে মিথ্যা বদনাম করে সম্মানহানী করায় বিতর্কিত ব্যবসায়ী রাজু আহম্মেদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবর বাদী হয়ে আশুলিয়া থানায় বিতর্কিত ব্যবসায়ী রাজু আহমেদের বিরুদ্ধে গত (২০ জুন) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলাটি করেন।
তার বিরুদ্ধে মামলা করায় সেও সাহাবুদ্দিন চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা করে এবং সাংবাদিক আল মামুন খান কেও ওই মামলায় আসামী করে এবং সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বদনাম রটাতে থাকে।
একপর্যায়ে গত ২৪ আগষ্ট, ২০২০ ইং তারিখ আনুমানিক বেলা ২ঃ৪৫ ঘটিকায় বিবাদী রাজু আহম্মেদ তার ফেসবুক আইডি Raju Ahmed হতে সাংবাদিক আল মামুন খান এর নামে মিথ্যা ও বানোয়াট লেখা পোষ্ট করে। সেই পোষ্ট দেখে সাংবাদিক আল মামুন খান ফেসবুক পোস্টের প্রতিবাদ করায় উক্ত বিবাদী আল মামুন খান কে মেরে ফেলবে এই মর্মে লোক মারফত প্রাণনাশের হুমকি প্রদান করে।
এব্যাপারে সাংবাদিক আল মামুন খানের কাছে জানতে চাইলে তিনি জানান,রাজু আহমেদ নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর দ্বারা সম্মানহানি করেছেন । এতে আমার জানমালের বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে বিধায় আইনি সহায়তা পেতে আশুলিয়া থানায় সাধারণ ডাইরী করলাম ।
পুলিশ এ ব্যাপারে তৎপর বলেও জানান তিনি।
দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ জানান তিনি।
এই বিভাগের আরও খবর....