এসময় বেসরকারি স্যাটেলাইট টেভিশন বাংলাভিশন’র বার্তা সম্পাদক ও কুয়াকাটা সোসাইটি’র সভাপতি বদরুল আলম নাবিল প্রধান অতিথি উপস্থিত থেকে কর্মহীন ও অসহায় জেদের হাতে এসব পণ্য তুলে দেন।
এসময় কুয়াকাটা প্রেসক্লাব’র সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাব’র সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক কাজী সাইদ, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজিসহ গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্বেচ্ছোসবেী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ কালে প্রত্যেক জেলে পরিবারকে চাল, ডাল, আলু, তেল, চিনি ও সুজিসহ বিভিন্ন খাদ্য উপকরন প্রদান করা হয়।
কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবীল বলেন, ৬৫ দিনের অবরোধের জন্য এ অঞ্চলের জেলেরা বেকার হয়ে পড়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে অকেকেই এখন কর্মহীন। তাদের কথা চিন্তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলে ও কর্মহীন হতদরিদ্রদের পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলার দুই হাজার কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।