চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোমেনা আক্তারের সাত মামলায় ৬ হাজার ২শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি না মানায় হাজীগঞ্জ বাজারের দু’টি টাইলসের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, চারটি দোকানে ৫শ’ টাকা করে ২ হাজার টাকা ও মাস্ক না পরায় এক পথচারীকে ২শ’ টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
এ সময় হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন সহ স্থানীয় ব্যবসায়ী নেতাগণ উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, কোভিড-১৯ প্রকোট আকার ধারণ করছে। সরকার স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কঠোর। গত কয়েকদিন যাবৎ ধারাবাহিক ভ্রাম্যমান আদালত ও সচেতনতা বাড়ালেও মানুষের মাঝে শতভাগ সচেতনতা সৃষ্টি হয়নি।