August 30, 2025, 5:45 pm
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয় রাজবাড়ীতে

আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি 444
নিউজ আপঃ Thursday, May 20, 2021

রাজবাড়ীতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তার ই আলোকে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আজ বুধবার সকাল সোয়া ১০টায় ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ডিজিটাল প্রেসক্লাব, কালুখালী উপজেলা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরাসহ সুশিল সামাজ এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা। সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সঞ্জিব দাস, প্রেসক্লাবের সহসভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সিটিজেন টাইমসের প্রতিনিধি শামীমা আক্তার, চ্যানেল২৪–এর প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও উপস্তিতি ছিলেন উপজেলা প্রেসক্লাব পাংশা, সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, রোজিনা ইসলাম দেশের নামকরা সাংবাদিক। অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁকে হেনস্তাকারীদের বিচার করতে হবে। এছাড়া গোয়ালন্দ ও পাংশা উপজেলাতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share