রাজবাড়ীর পাংশা উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে চাল সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খাদ্য গুদামে চাল সরবরাহে স্থানীয় চিহ্নিত কয়েকজন সেন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে খাদ্য গুদাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস অনুসন্ধান সূত্রে জানা গেছে, উপজেলায় ১০টি ইউনিয়নে বর্তমানে এখান থেকে চাল সরবরাহ করা হচ্ছে। সরকারি তালিকাভুক্ত সাধারণ গরীব মানুষ পাবে এই চাল। সরকারি প্রতি কেজি ১০ টাকায় এই চাল সরবরাহের দাম নির্ধারণ করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামে গিয়ে দেখা যায় চাল সরবরাহ করতে গিয়ে কিছু ইউনিয়নে চলছি মৌসুমের আর কিছু ইউনিয়নে আগের মৌসুমের চাল সরবরাহের কার্যক্রম চলছে। আবার বেশ কয়েকটি ইউনিয়নে এই চাল সংগ্রহ করতে গিয়ে এতে বিভিন্ন হয়রানির স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে গুদামের কর্মরত কর্মকর্তাদের যোগসাজশের ব্যাপারে। যাদের নির্দেশ মোতাবেক সেন্ডিকেটের মাধ্যমে চাল সরবরাহ করা হচ্ছে। এই সেন্ডিকেটের মাধ্যমে কয়কটি ইউনিয়নে নিম্নমানের চালও সরবরাহ করা হচ্ছে।
অপর দিকে সরকারি তালিকাভুক্ত সাধারণ জনগন চাল সংগ্রহ করতে গেলে বিভিন্ন ভাবে তাদের হতে হচ্ছে হয়রানির শিকার। কোথাও আবার চালের মান খারাপ বলেও অভিযোগ উঠছে। বিভিন্ন ইউনিয়নে সেন্ডিকেটের তৎপরতায় সরকারি ১০ টাকা কেজি চালের কার্ডধারী সাধারণ মানুষ আবারো আতঙ্কিত হয়ে পড়েছে। সেই সাথে তাদের কাছে সরকারি বরাদ্দকৃত চাল সঠিক ভাবে সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে তারা।
এই বিভাগের আরও খবর....