July 13, 2025, 2:03 am
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এবার খুন হলো গার্মেন্স শ্রমিক,গাঢাকা দিলো আগের খুনের আসামি

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 1059
নিউজ আপঃ Monday, February 22, 2021

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রামের  কাশমিয়া বিলের নির্জন স্থান থেকে নাজমা বেগম (৩০) নামে এক গার্মেন্স শ্রমিকের মুখ, কান ও গলা কাটা লাশ উদ্ধার করেছে কালুখালি থানা পুলিশ। খুন হওয়া নাজমা একই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক শেখের মেয়ে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) খুন হওয়া নাজমা বেগমের পুত্র রনজু সাংবাদিকদের  জানায়, ৩ দিন আগে তার মা পাংশার বাগদুলি এলাকায় বোনের বাড়ীতে বেড়াতে যায়। রবিবার বিকেলে বাগদুলি থেকে তার ফিরে আসার কথা ছিলো। কিন্তু রাতে সে বাড়ী ফেরেনি। সকালে তারা কোমরপুরের কাশমিয়ার বিলের মধ্যে তার মায়ের খুনের খবর জানতে পারে।

নিহতের পুত্রবধূ সাবিনা খাতুন জানায়, তার শ্বাশুরী ঢাকার একটি গার্মেন্স ফাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতো। গত সপ্তাহে সে ১০ দিনের ছুটিতে বাড়ী এসেছে।

তবে স্থানীয়দের  অভিযোগ  ২০১৯ সালের জুন মাসে একই স্হানে কালুখালির মোহনপুরের ভ্যানচালক রহিম খুন হয়েছিল।আবার একই ভাবে  খুনিরা নাজমা বেগম ওরফে মনজুয়ারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করেছে।  ফলে বোঝায় যায় আগের সব খুনের সাথে এই খুনের যথেষ্ট সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও এই ইউনিয়নে আরো এক যুবকের হত্যা করা হয়।

তবে এলাকাবাসীর তথ্যমতে, রবিউল হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ মেম্বর ও তার দুই পুত্র রহিম ও রবিউল গা ঢাকা দিয়েছে। তাদেরকে আজকে আর এলাকায় দেখা যাচ্ছে না।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মাসুদুর ররহমান জানান, খুনিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। খুনি যতই চালাক হোক। তাকে আমরা খুজে বের করবোই।

গার্মেন্স শ্রমিক হত্যার খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share