চলছে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচন, আগামী ৩০ শে জানুয়ারী পাংশা পৌরসভা নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটারদের দারে দারে ঘুরছে দলীয় নেতা-কর্মীরা।
স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি মার্কার জয় নিশ্চিতে কেন্দ্রীয় নেতাকর্মীরাও নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নিরলসভাবে।
তারই ধারাবাহিকতায় নৌকা মার্কা প্রতিক প্রাপ্ত মেয়র প্রদপ্রার্থী মো. ওয়াজেদ আলী মাষ্টারের পক্ষে দিনভর নৌকার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বাচিব নেতা ডাঃ এম ইকবাল আর্সেনাল।
স্বাচিবের এই নেতা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দারে দারে ভোট সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দিন শেষে পথসভা করেন পাংশা কালিবাড়ী মোড়ে স্বাচিব নেতা ডা. এম ইকবাল আর্সেনাল। তার এই পথসভায় উপস্থিতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার ফকির, চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদ, এ্যাডভোকেট ফরহাদ সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ নজরুল ইসলাম খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক পাংশা উপজেলা আওয়ামীলীগ ,মোঃ সাইফুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান কালুখালী ,আহম্মেদ আলী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পাংশা, দিবালোক কুন্ডু জীবন সাবেক সাংগঠনিক সম্পাদক পাংশা উপজেলা আওয়ামীলীগ, চিত্তরঞ্জ কুন্ডু সাবেক সহ-সভপতি পাংশা উপজেলা আওয়ামীলী,এবং মেয়র প্রার্থী মোঃ ওয়াজেদ আলী মাষ্টার সহ দলের ত্যাগী নেতকর্মী ও সাধারণ পাংশা পৌরসভার ভোটার বৃন্দ।
স্বাচিব সভাপতি ডাঃ এম ইকবাল আর্সেনাল বলেন আমরা আগামী ৩০ শে জানুয়ারী নৌকাকে বিজয়ী করব। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আমরা বিজয়ী করব।