কলাপাড়ায় তিন মাসের শিশু সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে নারী ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিয়াতলী ইউপির নয়াপাড়া গ্রামে মর্জিনা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই নারী ইউপি সদস্যের অভিযোগ, ঘটনার দিন বিকালে শালিস বৈঠক শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সকলকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
রাত ২ টার দিকে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী দল কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা তার মেয়ের পাশ থেকে তিন মাসের কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়ে গলায় অস্ত্র ধরলে সবাই অতঙ্কিত হয়ে পরে।
কান্নাজড়িত কন্ঠে তিনি আরো জানান, নাতনির কান্না দেখে তার স্বামী কামাল হোসেন অস্ত্রধারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকে রামদা দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। পরে সবাইকে জিম্মি করে ভয় দেখিয়ে আলমারি ভেঙ্গে সাড়ে তিন ভড়ি স্বর্ণ, নগদ ৪৫ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও ১ টি মনিটর ছিনিয়ে নেয়। তছনছ করে ফেলে আলমিরাসহ ঘরের আসবাবপত্র।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন বলে তিনি জানান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে ।