শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ডামুড্যা প্রেসক্লাবে হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এক ঘন্টা ভোটগ্রহণ চলে।
নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মাদ নান্নু মৃধা।
নির্বাচনে তিন পদে ছয় জন প্রার্থী অংশগ্রহণ করে। সিনিয়র সাংবাদিক মতিউর রহমান মতিকে নির্বাচন কমিশনার ও প্রাইম কম্পিউটার ও টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে।
এদিকে নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও নিউজ অলটাইম সম্পাদক জে এইচ রানা।
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে বলেন, আপনারা সমাজের দর্পণ। সমাজে আপনাদের ভূমিকা অনস্বিকার্য। সুতরাং বিষেশ এই পেষায় দায়িত্বশীলতা ও পেষাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।
কমিটির অন্যান্যরা হলেন মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী সিকদার ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সিকদার। তারা ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন দৈনিক ইওেফাক পএিকার উপজেলা প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম খোকন, দৈনিক আলোকিত সকাল এর ডামুড্যা প্রতিনিধি এনামুল হক ইমরান, রিয়াজুল ইসলাম রিয়াদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি কালাম সরদার ।