বেখবরঃ
ভিন্ন বাস্তবতা। প্রতিকুল পরিবেশ। দলের প্রধান ও দ্বিতীয় কান্ডারী থেকেও নেই।
তাই নির্বাচনী চ্যালেঞ্জটা তাকেই কাঁধে নিতে হলো। এই কঠিন গুরু দায়িত্ব যার উপরে তিনি আবেগ আপ্লুত। কিন্তু কঠিন সংকল্পবদ্ধ।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা হয়তো বিরল যে, এতো বড়ো একটি দলের ভার বহন করতে হচ্ছে দলীয় কোন মহাসচিবকে।
দূর্গম গিরি, কান্তার মরু…. পার হতে পারবেন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর?