রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজশাহীতে জমি সংক্রান্তের জেরে মিথ‍্যা সংবাদ প্রকাশে প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন বাঘায় সমাজসেবার সানোয়ারের জাদুর কাঠিতে সুস্থ-সবল শত মানুষ এখন প্রতিবন্ধি সাভারের গান্ধারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন বাঘায় নবাগত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা জোনাল অফিসে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ বাঘায় সাংবাদিক পরিবারের উপর হামলা,থানায় মামলা ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী কাউন্সিলর সাহেব আলীর শাস্তি চায় এলাকাবাসি মানবিক বাংলাদেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত ও দু’পা ভেঙ্গে দেয়ার ঘটনায় স্বস্ত্রীক ইউপি চেয়ারম্যান সহ ৫ জন শ্রীঘরে।।

প্রতিবেদকের নাম / ৩০৪
নিউজ আপঃ সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৪:০৩ অপরাহ্ন

মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম হাওলাদার (৬৫) কে পিটিয়ে বাম হাত ও দু’পা ভেঙ্গে দেয়ার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা মো. মশিউর রহমান শিমু (৩৫), তার ২য় স্ত্রী মোসা: খাদিজা আক্তার এলিজা (৪৫), সহযোগী মো. নেছারউদ্দিন হাওলাদার (৩৫) মো. ইমরান গাজী (৩০) ও মো. নাঈম (৩০) কে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০নভেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত আসামী পক্ষের নিযুক্তীয় কৌশুলীর জামিন আবেদন ও মামলার তদন্তকারী কর্মকর্তার ৭দিনের রিমান্ড আবেদন ৬ডিসেম্বর শুনানীর দিন ধার্য রেখে এ আদেশ প্রদান করেন। আদালতের জিআরও মুনসুর আলম এ আদেশের সত্যতা নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. শওকত জাহান  জানান, মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে চেয়ারম্যান মশিউর রহমান শিমু। রবিবার বিকেলে পুনরায় চাঁদা দাবী করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার এর ইট-ভাটার অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান মশিউর রহমান শিমুর  নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে বাম হাত ও দু’পা ভেঙ্গে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে রবিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান’র ২য় স্ত্রী মোসা: খাদিজা আক্তার এলিজাকে হুকুমের আসামী করা হয়েছে।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কেরামত আলী হাওলাদার জানান, চেয়ারম্যান মশিউর রহমান শিমু দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা শাহআলমের কাছে চাঁদা দাবী করে আসছে । না পেয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। মুক্তিযোদ্ধাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা এতে বাঁধা দেয়  বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সোমবার দুপুর ১২ টার দিকে মশিউর রহমান শিমুর সমর্থকদের একটি দল তার মুক্তির দাবীতে পৌরশহরে মিছিল করেছে। মিছিলকারীরা শিমু মীরা আটক কেন প্রশাসন জবাব চাই বলে শ্লোগান দেয় ।


এই বিভাগের আরও খবর....
এক ক্লিকে বিভাগের খবর
Share
Share