ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনি
কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নানা অনিয়মসহ সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় চাকামইয়া ইউপির তারিকাটা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার ভূক্তভূগীসহ বিভিন্ন শ্রেনীর সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন আবির, নুরুল্লাহ, দেলোয়ার মৃধা, আউয়াল আকন ও আলো দফাদারসহ আরো অনেকে।
মানব বন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত তার পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা মামলা ও নির্মম নির্যাতন করে আসছে। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ সরকারের দেয়া চাল আতœসাৎ করার অভিযোগ করেন বক্তারা। চেয়ারম্যানের এমন সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিত্রানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে চাকামইয়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত জানান, একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে এমন মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপির নারী নেত্রী এলিজা মেম্বার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী । এটা তারই ষড়যন্ত্র। বাস্তবে যদি এর কোন প্রমান পাওয়া যায় তাহলে আমি সেচ্ছায় পদত্যাগ করবো। আপনার বিরুদ্ধে এতো মানুষের উপস্থিতি কেনো জানতে চাইলে তিনি জানান, মূলত এলিজা ও তার স্বামীর সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানব বন্ধনে উস্থিত করেছে। ওখানে যারা ছিলো তার অর্ধেক আমার সমর্থন করে।