তাঁর সন্তানদের মধ্যে প্রফেসর মো. ইমরুল হাসান সাভার সরকারি কলেজের অধ্যক্ষ, মো. কামরুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আবু হাসনাত, আইসিএমএবি ইথিওপিয়ায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার, বেগম নূরুন নাহার বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রাম অফিসার, লায়লা নূর বেগম উদয়ন বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, শফিউদ্দিন আহমেদ (প্রয়াত) ডিপ্লোমা প্রকৌশলী, অ্যামেরিকা প্রবাসী ছিলেন, বেগম শামসুন্নাহার একটি বিদেশি এনজিও-র কান্ট্রি ডিরেক্টর ছিলেন, এ. কে. এম মোর্শেদ বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী এবং সালেহা বেগম (প্রয়াত) ছিলেন গৃহিণী।
যোগ্য ও প্রতিষ্ঠিত নয়জন সন্তানের সফল মা হিসেবে মাজেদা বেগম আজাদ প্রোডাক্টস কর্তৃক ”রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬” পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি গ্রামের বহু এতিম, বিধবা ও দুস্থকে সাবলম্বী করে তোলার জন্য কাজ করে গেছেন।
তাঁর স্বামী প্রয়াত আবদুল মজিদ ছিলেন ভূমি অফিসের কানুনগো। উল্লেখ্য, তিনি সাভারের ভুমি অফিসে ১৯৬০ থেকে ১৯৭০ পর্যন্ত প্রায় দশবছর কর্মরত ছিলেন।
আজ সকাল ১১ টায় কুমিল্লা জেলার ময়নামতি, মিরপুরের গ্রামের বাড়ীতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মাজেদা বেগমের মৃত্যুতে শোকাহত সাভার সরকারি কলেজ পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা। জাতির কল্যাণে এমন মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।