সম্প্রতি,সাভার ও আশুলিয়া (ঢাকা- ১৯) আসনের এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান কে কুটুক্তি ও একাদশ জাতীয় নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করে ।তার এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে । আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কথিত এই যুবলীগ নেতার উপর খুদ্ধ হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে ও দোষীকে আইনের আওতায় আনার জন্য আশ্বস্ত করেন ক্ষুব্ধ নেতাকর্মীদের । পরে আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহাবউদ্দিন মাদবর গত ২০ জুন ত্রাণ প্রতিমন্ত্রী কে কটুক্তি ও তার সম্মানহানি করার অভিযোগে আশুলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা নং ৫০।
এরই প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজুর বিরুদ্ধে সংবাদ প্রচার হয়। এই সংবাদ প্রচার কারি সাংবাদিকদের বিরূপ টার্গেট করে অভিযুক্ত রাজু আহমেদ। সংবাদ প্রচারের পর পরই তাদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল কথিত এই যুবলীগ নেতা। এর জের ধরে গত ১৩ আগস্ট সাইবার ট্রাইব্যুনাল আদালতে ত্রাণ প্রতিমন্ত্রীকে কটূক্তিকারীর বিরুদ্ধে মামলার বাদী হওয়া আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন মাদবর সহ চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করে কথিত এই যুবলীগ নেতা। অভিযোগ রয়েছে একেক সময় একেক পরিচয় ব্যবহার করে বিশাল অর্থ-সম্পদের মালিক হয়েছে এই প্রতারক। কোন কোন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়ের পরিচয়ে,কোন কোন সময়ে রাষ্টপতির আত্মীয় কখনো আবার প্রধানমন্ত্রীর খুব কাছের জন পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়ান।