আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমলেও কমেনি স্রোত। ১ সেন্টিমিটার কমে এখন পানি বিপদ সীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে ছুটছে। তীব্র স্রোতের কারনে আজও ফেরি পারাপার ব্যাহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ন নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায়। যে কারনে রবিবার সকালেও দৌলতদিয়া জিরেনা পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহা সড়কে পারের অপেক্ষায় আটকে পরে দুই শতাধীক পন্যবাহি ট্রাক। বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের
ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৩ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তীব্র স্রোতের কারনে সাবধানতা অবলম্বন করে ফেরিগুলো চালাতে হচ্ছে। তাছারা নদীতে প্রচন্ড স্রোত থাকায় ফেরিগুলোকে পারে আসতে দ্বিগুন সময় লাগছে, যে কারনে ঘাট এলাকায় সিরিয়াল তৈরি হচ্ছে।
এই বিভাগের আরও খবর....