আনোয়ারুল ইসলাম (আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধঃ
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা এলাকায় গড়াই নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম করেছেন পানি উন্নয়ন বোর্ড। গড়াই নদীতে পানি বৃদ্ধির ফলে সাওরাইল ইউনিয়নের ঘাটরা এলাকায় নতুন করে নদী ভাঙ্গন শুরু হওয়ায় ১ শত ২০ মিটার এলাকাজুরে জিও ব্যাগ ফেলার মাধ্যমে ভাঙ্গন রোধের ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোড।
গতকাল বুধবার দুপুরে উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা এলাকায় গড়াই নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম জানান, পানি উন্নয়ন বোডের আওতায় ২৮ লাখ ৫০ হাজার ব্যয়ে সাওরাইল ইউনিয়নের ঘাটরা এলাকায় নতুন করে ভাঙ্গন শুরু হওয়ায় নদীর তীরে ১ শত ২০ মিটার জায়গাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরবর্তীতে ভাঙ্গন বাড়লে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তদারকি কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী পা.উ.ব পাংশা মোঃ আরিফুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইউনুছ আলী মুন্সি, সাওরাইল ইউপি সচিব জুবায়ের হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ রাকিবুল ইসলাম, ঠিকাদার মোঃ কামাল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর....