November 17, 2025, 3:40 pm
Logo
শিরোনামঃ
আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আজ মহা অষ্টমী ও কুমারী পূজা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘা উপজেলা প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলাধীন বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে চাউল আত্বসাৎ এর অভিযোগ উঠেছে।

প্রতিবেদকের নাম 338
নিউজ আপঃ Sunday, July 5, 2020

সরকারি খাদ্য কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস) ১০টাকা কেজির চাউল বিতরন না ক‌রে  আত্বসাৎ করবার অ‌ভি‌যোগ উ‌ঠে স্থানীয় বাঘা পৌরসভার অন্তর্গত ডিলার শা‌হিন আলম এর বিরু‌দ্ধে। পৌসভার ওএমএস এর   সু‌বিধাভোগী ব‌্যা‌ক্তিরা এ অভিযোগ করেন।রবিবার (৫জুলাই)উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে তার বিরু‌দ্ধে চাউল না পাওয়ার বিষ‌য়ে মৌ‌খিক অ‌ভি‌যোগ ক‌রেন তারা ওএমএস সুবিধাভোগী ব্যক্তিরা।স‌রেজ‌মি‌ন বাঘা জিরোপয়েন্টে
প‌রিদর্শন ক‌রে জানা যায়, করোনাভাইরাস জনিত পরিস্থিতি  মোকাবেলায় সারা‌দে‌শের ম‌তো বাঘা পৌরনগরেও সরকার কর্তৃক বি‌শেষ বরাদ্দকৃত ওএমএস এর চাউল তা‌লিকা প্রনয়‌নের  মাধ‌্যমে বিক্রয় হ‌চ্ছে। এক‌টি ডিলার‌শীপ পে‌য়ে‌ছেন  বাঘা পৌর যুবলী‌গের সভাপ‌তি,  মেসার্স এস আর‌ পি ট্রেডার্স এর মালিক  শা‌হিন আলম। তার লাই‌সেন্স এর আওতা‌ধিন ওএমএস মোট  সু‌বিধাভূগীর সংখ‌্যা ৮৪০ জন। বরাদ্দকৃত  চাউ‌লের প‌রিমান ১৬.৮ মে:টন । গত জুন মা‌সের ১, ৭, ১১ ও  ২৪ তা‌রি‌খে উত্তোলন ক‌রে‌ছেন ডিলার শাহিন আলম।  কিন্ত উত্তোলনের ওএমএস চাউল বিতরন  ক‌রেন নি ।  রবিবার (৫জুলাই)সকা‌লে বিষয় টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা  কে অবগত ক‌রেন ক‌য়েকজন কার্ডধা‌রি।  এ নি‌য়ে ডিলার শা‌হিন কে  চাউল বিতর‌নের নি‌র্দেশ দেন   ইউএনও । প‌রে দ্রুত স্থানীয় নারায়নপুর বাজা‌রের চাউল ব‌্যবসা‌য়ী সাইফ এন্টারপ্রাইজ  লালনের দোকান থে‌কে ৪০ বস্তা নিম্নমা‌নের চাল কি‌নে  ১০ টাকা কে‌জি দ‌রে বিক্রয় ক‌রেন।
দীর্ঘ সময় অপেক্ষামান সাড়িবদ্ধ ভাবে  রোদ-বৃস্টি মাথায় নিয়ে
চাউল হাতে পাবার  পর  অ‌নেক  উপকারভোগী অসহায়ত্বের সু‌রে ব‌লেন, আমা‌দের এই দুঃসম‌য়ে সরকার  আমাদের প্রতি সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে‌ছেন। কিন্তু  সেই চাউল আত্বসাৎ এর চেস্টা খুবই দুঃখজনক।
এতে একদিকে যেমন দরিদ্র মানুষজন প্রতারিত হ‌চ্ছে, তেমনি সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এ বিষয়ে প্রশ্নের জবা‌বে  ডিলার আমাদের প্রতি‌বেদক‌কে জানান, আমরা খা‌লি বস্তা বি‌ক্রি ক‌রে দিয়েছি। তাই এখা‌নে সরকা‌রি বস্তার প‌রিব‌র্তে  চি‌নির বস্তায় চাল ভ‌রে‌ছি। চাল কি‌নে  দি‌চ্ছেন কেন এ প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এ বিষ‌য়ে ফ্রি হ‌য়ে কথা বল‌ছি।বিষয়‌টি সম্প‌র্কে  দা‌য়িত্বপ্রাপ্ত ট‌্যাগ অ‌ফিসার পলাশ আহ‌ম্মেদ ব‌লেন, চাউল  কি‌নে দি‌য়ে‌ছে কিনা এটা জানা আমার বিষয় না। আ‌মি দেখব ওজন ঠিক দেওয়া হ‌চ্ছে না‌কি ।‌ কার্ডধারী ছাড়া অন্য কেউ চাউল নিচ্ছে না কি দেখা।
এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শা‌হিন  রেজা ব‌লেন, আজ সকা‌লে  ক‌য়েকজন আমা‌কে চাউল না পাওয়ার বিষয়‌টি জানায়। আ‌মি স‌ঙ্গে স‌ঙ্গে ডিলার কে চাউল বিতরন করার নি‌র্দেশ দি‌য়ে‌ছি।  তি‌নি আরও জানান, চাউল কি‌নে দিল, না কিভা‌বে দিল; সেটা আমার দেখার বিষয় নয়। চাল পে‌য়ে‌ছে কিনা সে‌টি আ‌মি দেখব। ত‌বে চাউল নি‌য়ে কোন অ‌নিয়ম হ‌য়ে থাক‌লে তদন্ত ক‌রে বি‌ধি সম্মত ব‌্যাবস্থা  নেওয়া হ‌বে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share