নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ গাজিরচট ঔষধ ব্যবসায়ী সমিতি ও ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় লিয়াকত হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ ইব্রাহিমের সার্বিক সহযোগিতায়, জাহিদ হোসেনের উপস্থাপনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুন হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জে এইচ রানা, চেয়ারম্যান, এস এল এ মানবাধিকার সংস্থা আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলা ঢাকা জেলার প্রতিনিধি শেখ আবুল বাশার। জনাব মোঃ তোফায়েল হোসেন তোফা সানি, সম্পাদক, সি এন আই নিউজ। জনাব সুনাম উদ্দিন সোহেল, মহাসচিব, বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সাংবাদিক আনোয়ার হোসেন আন্নু।।
দক্ষিণ গাজিরচট ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন আপনারা নিরলস কাজ করতেছেন করেন আপনাদের জন্য যা করণীয় দরকার আমি প্রধানমন্ত্রী পর্যন্ত যাব। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস যেমন দমন করা যাবে, তেমনি আমাদের মাথায় রাখতে হবে চিকনগুনিয়া ও ডেঙ্গু জ্বর এর চাইতেও ভয়াবহ হতে পারে। তাই আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের সকলকে সচেতন হওয়া।
এই সময় ওই এলাকার সকল পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি আনিস মেমোরিয়াল ক্যামব্রিজ হাই স্কুলে অনুষ্ঠিত হয়।।