January 15, 2026, 6:13 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নবাবগঞ্জে স্ত্রীর ঔষধ কিনতে আসা ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার।।

প্রতিবেদকের নাম 514
নিউজ আপঃ Wednesday, June 17, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
কিছুদিন থেকে স্ত্রী আকতারা বেগম (৩০) অসুস্থ। সোমবার (১৫ জুন) সকালে স্ত্রীর ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে বের হন মিজানুর।

সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। অসুস্থ স্ত্রী আর একমাত্র মেয়ে (১১) বাবার পথ চেয়ে বসে থাকে। একসময় সন্ধ্যা গড়িয়ে নামে রাত। বাড়ি ফেরেন না মিজানুর। চিন্তায় দিশেহারা হয়ে পড়েন স্ত্রী-কন্যা। এদিক সেদিক খবর নিয়েও মেলে না মিজানুরের খোঁজ।

অবশেষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে খবর এলো। তাদের বাড়ির কিছু দূরেই গলা কাটা এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। এই খবরে আঁৎকে ওঠেন আকতারা। পরিবারের লোকজন লাশ দেখে এসে খবর দেয় মিজানুরকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। লুট করে নিয়ে গেছে চার্জার ভ্যানটি।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুলবান্ধা গ্রামে। নিহত মিজানুর ফুলবাড়ী উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, গতকাল সোমবার সকালে স্ত্রীর ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন মিজানুর। আজ মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জের পুলবান্ধা এলাকায় মাঠের মধ্যে জঙ্গলে মিজানুরের গলাকাটা লাশ দেখতে পায় এক ব্যক্তি।

পরে বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা চার্জারভ্যানটি চুরি করতেই মিজানুরকে হত্যা করেছে বলে জানান ওসি অশোক কুমার চৌহান।

বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা করবেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share