আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ ব্যাটালিয়নের সদস্যরা ২ হাজার ২৬৫ বোতল ফেনসিডিল এবং ১৫ কেজি গাঁজা জব্দ করেছে।
সোমবার সকালে উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি দাউদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসানের নির্দেশনায় দাউদপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল দক্ষিণ দাউদপুর গ্রামে অভিযান চালায়।
সেখানে একটি বাঁশঝাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ভারতীয় ২ হাজার ২৬৫ বোতল ফেনসিডিল এবং ১৫ কেজি গাঁজা জব্দ করে।
২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। তার অধীনস্থ সীমান্ত দিয়ে মাদকসহ যে কোনো প্রকার চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। সকল প্রকার চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।