সৈয়দাঃ রোকসানা পারভীন (রুবি)॥
গাজীপুর মেট্রোপলিটন এর কার্যক্রম শুরু হওয়ার পর নতুন মেরুকরনে জমজমাট হয়ে উঠেছে মাদক ব্যবসা।
সচেতন মহলের ভাস্যমতে সাম্প্রতিক সময়ের পেক্ষাপটে অনুযায়ী মাদক ব্যবসায়ীদের অবস্থান পৌয়াবারোতে, তথ্য উপস্থাপন সংগ্রহ করতে ঘুরে বিভিন্ন লোকদের সাথে কথা বলে জানা যায়, মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হলে ও প্রয়োজনীয় জনবল না থাকার কারনে আশানুরুপ নিরাপত্তা ও জনসেবা হচ্ছেনা। এমন কি নতুন থানা ঘোষনা হওয়ার ফলে এবং পুলিশি জনবল কম থাকার কারনে ফায়দা গ্রহন করছে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটন এলাকার মধ্যে বাংলাদেশের মাদকের প্রথম শ্রেণীর একটি ট্রানজিত পয়েন্ট হচ্ছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকা, সেই সাথে মাদক ব্যবসায়ীদের বর্ধীত ট্রার্নজিত পয়েন্ট ও নিরাপদ বাসস্থান হিসাবে যুক্ত হয়েছে পুবাইল থানা ও গাছা থানা। অপরাধ বিশ্লেষক সমাজ সংস্কারক প্রবীন রাজনৈতিকবিদ ও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবিদের সাথে কথা বলে জানা যায়। প্রশাসনের নতুন মুখ ও কম জনবল নিয়ে শুরু হওয়ার যাত্রাসহ-কিছু অসৎ উদ্দেশ্য প্েরণাদিত কর্মকর্তা -পুলিশ প্রশাসনে থাকার ফলে অনেকটা নির্ভিগ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। নতুন যাত্রা করা মেট্রোপলিটনের এলাকা গুলোতে সরজমিনে ঘুরে আরও জানা যায়, টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী পূর্ব থানা,পুবাইল থানা ও গাছা থানা গুলোতে মাদক ব্যবসায়ীর সংখ্যা-পুলিশের তালিকা ভুক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর সংখ্যা ও মাদক স্পটের সংখ্যা শতকের অধিক। আর এই সকল মাদক স্পটের বিস্তারিত এবং ব্যবসায়ীদের তথ্য উপাত্ত সহ ধারাবিহিক প্রতিবেদন হিসেবে থাকবে আগামী সংখ্যা গুলোতে।