মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের অভিযানের ফলে লবনের বাজার স্থিতিশীল রয়েছে।গতকাল বিকেল থেকে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হয় লবনের দাম ২০০/২৫০ টাকা কেজি হয়ে যাবে।এর পর সাধারণ মানুষ পেয়াজের অভিজ্ঞতার ফলে সবাই লবন কেনা শুরু করে দেয়।
চাহিদার কারণে ব্যবসায়ীরা তখন যার যার ভাবে চড়া দাম নিয়ে লবন বিক্রী শুরু করে।
জানতে পেরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারুন এর নেতৃতে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে বাজার মনিটরিংয়ে নামলে সব পন্যের দাম স্থিতিশীল পর্যায়ে নেমে আসে।
এ সময় তিনি বলেন কেউ যদি বেশী মুনাফায় পন্য বিক্রী করে তবে সাধারন জনগন প্রশাসনকে অবহিত করলে আমরা তরিৎ ব্যবস্থা গ্রহন করব।
এ ধরনের তরিৎ ব্যবস্থা গ্রহনে মাধবপুরের সুশীল সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারুনকে ধন্যবাদ জানান।