মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকাল৭:৩০ মিনিটে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রসাশন,পুলিশ প্রসাশন,মুক্তিযোদ্ধা সংসদ,মাধবপুর প্রেসক্লাব,পৌরসভা,বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠনের অংশ গ্রহনে একটি শোক রেলী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এসে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে পরে হল রুম স্বচ্চতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে, প্রেমদাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা মিয়ার উপস্হাপনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল,ও.সি আজমিরুজ্জামান,আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুকুমল রায়,উপজেলা যুবলীগ সভাপতি, চেয়ারম্যান ফারুক পাঠান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মোঃমিজানুর রহমান,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসন, যুবলীগ সেক্রেটারি আবুল কাসেম,প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বৃন্দ উপস্হিত ছিলেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।