May 13, 2025, 6:41 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার অভিষেক ও সিলেট বিভাগীয় মিলন মেলা

প্রতিবেদকের নাম 493
নিউজ আপঃ Sunday, August 4, 2019

সোনাই নিউজ:বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার অভিষেক ও সিলেট বিভাগীয় মিলন মেলা গত ৩ আগষ্ট শনিবার বালাগঞ্জ এম এ খান অডিটরিয়মে অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের সহকারী হাই কমিশনার শ্রী এল কৃষ্ণ মুর্তি, প্রধান বক্তা ও সভার আকর্ষন ছিলেন এডভোকেট শ্রী গোবিন্দ প্রামানিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,কেন্দ্রীয় সমন্বয় কারী এডভোকেট বিজয় কৃষ্ণ ভট্রাচার্য্য,সিলেট বিভাগীয় সভাপতি ও সমন্বয় কারী এডভোকেট মিলন ভট্রাচার্য্য।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান বালাগঞ্জ উপজেলা,বালাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মাধবপুর উপজেলা হিন্দু মহজোট সভাপতি মনোজ মোদক সহ সিলেট বিভাগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সত্রাজিৎ দেব কৃষ্ণের সভাপতিত্বে সিলেট বিভাগীয় সভাপতি ও সমন্বয় কারী মিলন ভট্রাচার্য্যের উপস্থাপনায়,প্রধান অতিথি বলেন,ভারতের সহকারী হাই কমিশনার শ্রী এল কৃষ্ণ মুর্তি আমি খুবই মুগ্ধ হয়েছি।এ ধরণের মিলন মেলা আমার ভাল লেগেছে।আমি সবার সাফল্য কামনা করি।

বালাগঞ্জ উপজেলা চেয়াম্যান বলেন,আমরা উপজেলাবাসী সবাই একে অন্যের পরিপুরক। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী,এ ধরনের সংগঠনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল সাধিত হবে।

প্রধান বক্তা ও সভার আকর্ষন এডভোকেট শ্রী গোবিন্দ প্রামানিক বলেন,আমরা হিন্দু জাতির অতীত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে।আমরা নিজেদের মাঝে হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে জাতীয় ঐক্য তৈরী করতে হবে।আমাদের একতার বিকল্প নেই।সমাজে খারাপ লোক থাকতেই পারে।তার জন্যে সবাই ন্যায় সংগত প্রতিবাদ করতে হবে।
পরে আপ্যায়নের মাধ্যমে সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন।

সমাবেশের আগে প্রায় শত শত হিন্দু নারী পুুরুষ সহ বর্নট্য শোভা যাত্রায় সবাই অংশ নেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share