May 13, 2025, 12:48 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সিলেটে শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাট্য রথযাত্রা উৎসব

প্রতিবেদকের নাম 416
নিউজ আপঃ Thursday, July 4, 2019

সিলেট প্রতিনিধি: হাজার হাজার ভক্তদের অংশগ্রহণে সিলেটে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভযাত্রা। রথযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেন।

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

রথযাত্রা নগরীর চৌহাট্টা, নাইওরপুর, বন্দরবাজার হয়ে পুণরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। এদিকে, দুপুর থেকে নগরীর বিভিন্ন মন্দির থেকে রথ নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা নগরীর রিকাবীবাজার পয়েন্টে গিয়ে জড়ো হতে থাকেন। সেখানে পুজাঅর্চ্চনা শেষে ভক্তরা শোভাযাত্রা করে পুণরায় রথ নিয়ে নিজ নিজ মন্দিরে ফিরে যান।

এদিকে, রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবীবাজারে পক্ষকালব্যাপী মেলা বসেছে। সিলেট সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়। এতে শতাধিক স্টল অংশ নিয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share