মাধবপুর প্রতিনিধি ।।হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চলছে কর্মকর্তার অফিস ফাঁকি ও ব্যাপক অনিয়ম। গত সোমবার সকাল ১১টায় তার অফিস কক্ষে গিয়ে দেখা যায় তার কক্ষটি অন্ধকারাচ্ছন্ন এবং শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সাঁটানো ছবিগুলো ছিল ময়লাযুক্ত। নেমপ্লেইটেও কর্মকর্তার নাম নেই। বিগত ১৩ই জুন ২০১৩ সালে মাধবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মাসিক বেতন নেওয়ার সময় অফিসে আসেন। হাজিরা খাতা খুলে দেখা যায় মাসে অধিকাংশ দিনই তিনি উপস্থিত থাকেন না। অভিযোগ পাওয়া গেছে সরকার থেকে প্রাপ্ত প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, কমোড চেয়ার, হিয়ারিং মেশিন সহ সরঞ্জামাদি সুষ্ঠুভাবে বিতরণ হয় না। তিনি মনগড়া ভাবে বিতরণ করেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে কে অবগত করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি অবগত নন কিন্তু এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।