May 13, 2025, 1:25 pm
Logo
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হবিগঞ্জ জেলার আট উপজেলার নির্বাচনে নৌকা-৪,বিদ্রোহী-৩ এবং স্বতন্ত্র প্রার্থী-২ জয়ী

প্রতিবেদকের নাম 505
নিউজ আপঃ Monday, March 11, 2019

হবিগঞ্জ প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার আট উপজেলার চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং বাকি দু’টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার (১০ মার্চ) রাত ১০টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর উপজেলা , আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট।

লাখাই উপজেলা, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট।

নবীগঞ্জ উপজেলা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট।

বাহুবল উপজেলা, এ উপজেলায় ২৩ হাজার ৪৮৩ ভোট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।

বানিয়াচং উপজেলা, নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৪২ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা, এ উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মর্তুজা হাসান নৌকা প্রতীকে ২২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।

চুনারুঘাট উপজেলা, এ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট।

মাধবপুর উপজেলা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৫৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল বর পেয়েছেন ২৬ হাজার ৮৬৯ ভোট।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বলেন, জেলার আট উপজেলা পরিষদে মোট ৬১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা করা হয়। মোট ভোটার ১৩ লাখ ৮১ হাজার। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৮ হাজার ৫১০ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৪৯০।

সর্বমোট প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৫ প্রার্থী। এর মাঝে চেয়ারম্যান পদে ২৭, ভাইস চেয়ারম্যান ৪৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share