বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
শুক্রবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ঘুঘুদিয়া মাদারটেক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ সময় ফাইনাল খেলায় ঘুঘুদিয়া একাদশ বনাম ইসলামনগর একাদশ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ঢাকা ১৯ ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । এসময় তিনি বলেন শরীর এবং মন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই, প্রত্যেককে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার করা উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম সাবেক যুগ্ন সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। মোঃ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পাথালিয়া ইউনিয়ন পরিষদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম সাবেক মেম্বার ও সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএনপি। শামসুদ্দিন বাবুল সভাপতি মাদারটেক উচ্চ বিদ্যালয়, জাফর হোসেন সাংগঠনিক সম্পাদক পাথারলিয়া ইউনিয়ন যুবদল। আবুল কালাম, আলমগীর হোসেন, ইসমাইল, মিল্টন সহ বিএনপি’র সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ফারুক হোসেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র ৭ নং ওয়ার্ড সভাপতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মোঃ আনোয়ার হোসেন রানা মেম্বার পাথালিয়া ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড, সিনিয়র যুগ্ম সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএনপি।
উপস্থিত হাজার হাজার দর্শক উৎসুক জনতা ফুটবল খেলা উপভোগ করেন, খেলায় ঘুঘুদিয়া একাদশকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইসলামনগর একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
(৭ নং ওয়ার্ড যুব সমাজ) এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন মোঃ ফারুক হোসেন সাবেক মেম্বার ও সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি।