

ইব্রাহিম খলিল সাভার প্রতিনিধি
” প্রতিশ্রুতি নয়,পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছে।
শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদী, বৈশাখী সাজ্জাদ,ইকরা পরিষদের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী ইশতেহার ঘোষণা করেন, ইশতেহার গুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস।