আর কে ওসমান আলী নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১আগষ্ট) ভোরে উপজেলার হলাইজানা গ্রামের পশ্চিম পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দূর্ঘটনাটা ঘটে। নিহত শহিদুল ইসলাম গাজীপুরের সদর উপজেলার কাগার গ্রামের সুরুজ আলীর ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, দিনাজপুর গামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান চালক গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে । পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।