July 12, 2025, 5:05 am
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ

নিজস্ব প্রতিনিধি 99
নিউজ আপঃ Saturday, April 26, 2025

“খেলাধূলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” — এই প্রত্যয়কে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হলো ঈদগাহ মাঠ প্রিমিয়ার লীগ ২০২৫-এর সিজন-১২ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পর সাভারের রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই ফাইনাল ম্যাচের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত যুব সমাজ’।

১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনালে পৌঁছে রাসেল একাদশ ও জাহারা একাদশ। চরম উত্তেজনা পূর্ণ খেলায় জাহারা একাদশকে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাসেল একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত যুব সমাজের সভাপতি মেহফুজার রহমান রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি করিম পালোয়ান, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, সমাজসেবক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের খেলার আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার একটি কার্যকর উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।”

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাঠজুড়ে খেলা উপভোগ করতে হাজির হন নানা বয়সী দর্শকরা। তারা জানান, এমন আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম আরও বেশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে এবং সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share